ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে ২০ দল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
‘দেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে ২০ দল’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার (০৮মার্চ) রাজশাহী বিসিক শিল্প নগরীতে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।



ভারতের টাটা মটরস ও বাংলাদেশের নিটল-নিলয় গ্রুপের যৌথ উদ্যোগে ‘নিলয়-ওসমান মটর ইন্ডাস্ট্রিজ লিমিটেডে’ নামে একটি অটোমোবাইল কারখানা স্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। এই আন্দোলন কোনো সরকারে বিরুদ্ধে নয়, কোনো নেত্রীর বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে।

রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতাকারীদের সঙ্গে কোনো ধরনের আপোষ হবে না বলেও জানান তিনি।

রাজশাহীর উন্নয়নে সরকারের আলাদা দৃষ্টি রয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, এখানকার শিল্প সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার এরই মধ্যে রাজশাহীতে ১৩২ কোটি টাকা ব্যয়ে ৫০ একর জমির ওপর রাজশাহী শিল্প পার্ক স্থাপনের কাজ হাতে নিয়েছে। এতে ৩০৮টি নতুন শিল্পপ্লট তৈরি হবে এবং পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের শিল্পবান্ধব নীতি ও প্রচেষ্টা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের দেশে পরিণত করবে। কারণ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে বদ্ধপরিকর।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধক শিল্পমন্ত্রী ‘নিলয়-ওসমান মটর ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

সংশ্লিষ্টরা জানান, এ কারখানা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা। এখান থেকে বছরে ৪০ হাজার হিউম্যান হলার বডি তৈরি হবে। কর্মসংস্থান সৃষ্টি হবে ১৯৫ জন লোকের।

পর্যায়ক্রমে গাড়ির চেসিস এবং ন্যানো গাড়ি তৈরি করা সম্ভব হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।