সিলেট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ।
রোববার দুপুরে ছাত্রলীগের বর্তমান কমিটির সমর্থক পার্থ-সাহিদ-সবুজ গ্রুপ হলের বাইরে এবং বিপক্ষের উত্তম-অঞ্জন গ্রুপ হলের ভেতরে অবস্থান নিয়েছে।
বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বছরও একই কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুমন দাশ নামের বহিরাগত এক ছাত্রলীগ কর্মী নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫