রাঙামাটি: জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমাকে সভাপতি পদে বহাল রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ৩১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির ১০ম জাতীয় সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে সহ-সভাপতি পদে ঊষাতন তালুকদার, সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক পদে শক্তিপদ ত্রিপুরাকেও পুনর্বহাল রাখা হয়েছে।
রোববার দুপুরে জেএসএস’র তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কেন্দ্রীয় কমিটির ৩১ সদস্যের মধ্যে ২৯ সদস্যের নাম নির্ধারিত হয়েছে। বাকি দু’টি পদ শূন্য রাখা হয়েছে। এ দু’টি পদ নির্বাচিত কমিটি যেকোন সময় পূরণ করতে পারবে।
সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা, থানা ও ইউনিয়ন শাখাসমূহ এবং এর সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও গিরিসুর শিল্পীগোষ্ঠীর সাড়ে তিন শতাধিক প্রতিনিধি যোগ দেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫