নোয়াখালী: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালে নাশকতার অভিযোগে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির এক নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রোববার (০৮ মার্চ) দুপুরে আটক নেতাকর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক নেতাকর্মীরা হলেন- সেনবাগ পৌর বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম, বিএনপি কর্মী হারুন, জেলা শহর মাইজদীর বিএনপি কর্মী মো. আসিফ সহ পাঁচজন।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অবরোধ ও হরতালে সব ধরনের সহিংসতা এবং নাশকতা এড়াতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫