ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ডিসিসি নির্বাচনে অংশ নিচ্ছেন না মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
ডিসিসি নির্বাচনে অংশ নিচ্ছেন না মান্না মাহমুদুর রহমান মান্না

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি উত্তর) নির্বাচনে মেয়র পদে কারাবন্দি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলে জমা দেওয়া হয়নি।

রোববার (২৯ মার্চ) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় থাকলেও মান্নার পক্ষে কেউ মনোনয়নপত্র জমা দেননি।

 

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে মান্নার পক্ষে রাজধানীর আগারগাঁও ঢাকা সিটি করপোরেশন উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম।

তবে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে মধ্যে মনোনয়নপত্র মান্নার পক্ষ থেকে কেউ জমা দেননি।

এ বিষয়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা তিনি বাংলানিউজকে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে আমরা প্রথমে কারাগারে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হই। পরে আইনজীবীদের মাধ্যমে দেখা করার চেষ্টা করেও দেখা করতে পারিনি।

এক পর্যায়ে দেখা করতে না পারা ও সময় স্বল্পতার কারণে মনোনয়নপত্র জমা দেওয়া যায়নি।  

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তরে মেয়র পদে ৩০ জন মনোনয়নপত্র  সংগ্রহ করলেও জমা দেওয়ার শেষ দিনে ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।