ঢাকা: পেট্রোলবোমা মেরে মানুষ হত্যাকাণ্ড থেকে খালেদা জিয়া রেহাই পাবেন না বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
রোববার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর-১৩ নম্বর বিআরটিএ অফিসে পাশে স্বাধীনতা দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা জেলা সিএনজি অটোরিকশা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন আয়োজিত এ সমাবেশে মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে পাকিস্তান এদেশের মানুষকে হত্যা করে যেমন রেহাই পায়নি, তেমনি পেট্রোলবোমা মেরে মানুষ হত্যাকাণ্ড থেকে খালেদা জিয়াও রেহাই পাবেন না।
তিনি বলেন, খালেদা জিয়ার প্রধান শত্রু এদেশের পরিবহন খাত, যাত্রী, চালক ও হেলপার। আপনি (খালেদা) পরিবহন শ্রমিকদের পেট্রোলবোমা মেরে হত্যা করছেন। আপনার বিচার এদেশে হবে, আল্লাহপাকও আপনাকে ক্ষমা করবেন না।
সন্ত্রাসী পথ ত্যাগ না করলে খালেদার রাজনীতির অপমৃত্যু ঘটবে মন্তব্য করে শাজাহান খান বলেন, রাজনৈতিকভাবে খালেদা জিয়া এখন লাইফ সাপোর্টে রয়েছেন। শিগগিরই তার মৃত্যু ঘটবে।
নৌমন্ত্রী বলেন, মানুষ হত্যা হলো বিএনপি’র পেট্রোলবোমার গণতন্ত্র। যারা যানবাহনে পেট্রোলবোমা হামলা করে মানুষ হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।
সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমার আলী বলেন, ২০ দলীয় জোটের অবরোধ-হরতাল শুধুমাত্র পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। তাদের নিজেরদের কোনো দোকানপাট, শিল্প-কারখানা বন্ধ রাখেননি। কেবল বাসে পেট্রোলবোমা মেরে যাত্রী, চালক, হেলপারকে হত্যা করা হচ্ছে।
বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালে পেট্রোলবোমা হামলাকারীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান এ শ্রমিক নেতা।
ঢাকা জেলা সিএনজি অটোরিকশা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, সংগঠনের কাফরুল থানা কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লাসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫