ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব রাজনীতিতে গুমের ইতিহাস সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
রোববার (২৯ মার্চ) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত বিএনপির যত নেতাকর্মীদের গুম করেছেন তাতে করে বিশ্ব রাজনীতিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। আর এই ইতিহাস সৃষ্টির জন্য তাকে নোবেল পুরষ্কার দেওয়া যায়।
প্রধানমন্ত্রীকে সর্তক হয়ে কথা বলার আহবান জানিয়ে তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বস্তায় করে পাচার করে দিয়েছেন। আপনার এই ধরনের বক্তব্য খুবই দুঃখজনক। একজন প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য দিতে পারে না। আপনার কাছে জাতি এ ধরনের বক্তব্য আশা করে না । তাই ভেবে চিন্তা করে কথা বলেন। কারণ আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ।
গোপালিরা কপালি হয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, গোপালিরা যদি কপালি হয়, তাহলে বাঙালিরা কি হয়?
দেশের মানুষ খালেদা জিয়ার সঙ্গে নেই প্রধানমন্ত্রী এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়ে দেখেন। তাহলেই বুঝতে পারবেন খালেদা জিয়ার সঙ্গে জনগণ আছে কি নেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী বেগম নুরী আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বেগম বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক রাশেদা বেগম হীরা, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫