নারায়ণগঞ্জ: পেট্রোলবোমা মেরে হত্যার রাজনীতি করে খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।
রোববার (২৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জে সরকারি সফর আলী কলেজ মাঠে আড়াইহাজার উপজেলা যুবলীগের উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ২০২১ সালের মধ্যে দেশ ডিজিটাল বাংলাদেশ পরিণত হবে।
সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু।
উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম কামাল, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. রশিদ ভূইয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫