ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মধুখালী পৌরসভার প্রথম নির্বাচন

আওয়ামী লীগের লিমন মেয়র নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
আওয়ামী লীগের লিমন মেয়র নির্বাচিত খন্দকার মোরশেদ রহমান লিমন

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার নবগঠিত মধুখালী পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।



খন্দকার মোরশেদ রহমান লিমন নারকেল গাছ প্রতীকে পেয়েছেন সাত হাজার চারশ’ ১০ ভোট। জগ প্রতীকে চার হাজার তিনশ’ ৭৩ ভোট পয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাহাবুদ্দীন আহম্মেদ সতেজ।

রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, নির্বাচনে মেয়র পদে চারজন, নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিনি জানান, এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ছয়শ’ চারজন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার তিনশ’ ৪৮ জন এবং মহিলা ভোটার আট হাজার দুইশ’ ৫৬ জন। এর মধ্যে ৮৬.৬৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।