ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদসহ গুম হওয়া সব নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফেরতের দাবি, মানুষ হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রদল।

রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর বকশিবাজার এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।



ওই মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আবু ফয়সাল জিহাদ, মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, আলমগীর কবির, নাজমুল ইসলাম, সাইফুজ্জামান, শফিক, সজীব, আখতারুজ্জামান, তৌহিদ, শিমুল, হাসান, রঞ্জু, ফারুক, ঢাকা আলীয়া মাদ্রাসা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রোকনুজ্জামান, ঢাকা কলেজের মাসুদ মোহন, আশিক, চঞ্চল, নয়ন, আব্দুল্লাহ প্রমুখ।

সকালে রাজধানীর রমনা টেনিস কোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল মৎস্য ভবন অভিমুখে রওনা দেয়। মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অতিক্রমের সময় পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।  

এ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ, সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান শাহ তুহিন, আইন ছাত্র ফোরামের সিনিয়র সহ সভাপতি ও ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, ঢামেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম উদদীন হল ছাত্রদলের সদস্য মো. দেলোয়ার হোসেন, এস এম হল ছাত্রদল নেতা আবু আব্বাস, জিয়াউর রহমান হল ছাত্রদল নেতা সাজিদ হাসান  বাবু, জহুরুল হক হল ছাত্রদল নেতা  মো. সাইফুল ইসলাম, নাজমুল হোসেন নয়ন,  বঙ্গবন্ধু হল ছাত্রদল নেতা তুহিন সরকার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা খোরশেদ আলম লোকমান,  শাহাদাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা বনী আমীন সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন ভূঁইয়া, তিতুমীর কলেজ ছাত্রদল নেত্রী তানিশা চৌধুরী নাতাশা, বদরুন্নেসা কলেজ ছাত্রদল নেত্রী শ্যামলী আক্তার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা হিমেল ভূঁইয়া প্রমুখ।

সকাল ৮টায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক, মেহবুব মাসুম শান্ত ও সহ সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে রাজধানীর শাহবাগ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আজিজ সুপার মার্কেটের সামনে এলে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

এ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা সূর্যসেন হলের আইন সম্পাদক আজিম উদ্দিন মেরাজ, শাহনেওয়াজ, কবি জসিম উদদীন হলের মাসুদুর রহমান মাসুদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোরশেদ আলম লোকমান, বাংলা কলেজের ছাত্রনেতা সোহাগ, সাকিব, হাবিবুল্লাহ বাহার কলেজের আসিফ, সিদ্ধেশ্বরী কলেজের ফারহান প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা বাপ্পু সরকার ও সুব্রত দাসের নেতৃত্বে সকালে বাংলা একাডেমির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।  

এ মিছিলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের করিম প্রধান রনি, আকতার হোসেন, শরীফ আহমেদ, জহুরুল হক হলের আনিসুর রহমান খন্দকার অনিক, জিয়াউর রহমান হলের শাহজাহান শাওন, স্যার এ এফ রহমান হলের শফিকুল ইসলাম, মুহসিন হলের রোমান পাঠান, জগন্নাথ হলের ত্রিবিজয় চাকমা, রনি নাথ, এফএইচ হলের মনিরুজ্জামান মুন, একুশে হলের আল-আমিন, তারেক হোসাইন শিমুলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা।

এছাড়া মিছিলে ঢাকা কলেজ ছাত্রদল নেতা সোহরাব হোসেন, সোহাগ, হাফিজুর রহমান, সোলাইমান, তোফাজ্জল হোসেন তপু, দেওয়ান মাহফুজুর রহমান রিয়াদ ও মাহফুজুর রহমান খান উপস্থিত ছিলেন।

ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের ব্যানারে দুপুর ১২টায় যমুনা ফিউচার পার্কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুড়িল বিশ্বরোড প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদল নেতা হিমেল হক, হিমেল ভূঁইয়া, মাহবুবু, পিন্টু প্রমুখ।

দুপুরে রাজধানীর উত্তরায় হাউস বিল্ডিং এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরু তালুকদার, মাজহারুল ইসলাম মেশকাত, মোহাম্মদ বায়জিদ প্রধান, অহিদুল ইসলাম অপু, মনির হোসেন, আসাদ মুরাদ তালুকদার, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সিনিয়র সহ সভাপতি চন্দন খান, আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সরোয়ার আলম খান, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম খান রেজা, ছাত্রনেতা মাসুম, সাব্বির, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি ফরিদ আহমেদ, সহ সভাপতি খন্দকার সোলায়মান কবির আরিফ,  ছাত্রনেতা রাকিবুল ইসলাম রিয়াদ, প্রচার সম্পাদক নাজমুল হাসান লাভলু,  উত্তরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরাফাত সিদ্দিকী আরজু, উবায়দল্লাহ নাইম, আজমাইন সিফাত, জাহাঙ্গীর আলম,  মিরপুর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাওসার, জোবায়ের, তারেক হাসান, নিহার, আহ্সান উল্লাহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহাদাত, শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সালেহীন, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আশরাফুল আলম টিটু প্রমুখ।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন। মিছিলটি উত্তরা আজমপুরের দিকে অগ্রসর হলে পুলিশের ধাওয়া ছত্রভঙ্গ হয়ে যায়।

সকালে রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন ওই কলেজ  ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুল হানিফ, আব্দুল্লাহ আল যুবায়ের বাবু, ডলার প্রমুখ।

এছাড়াও রাজধানীর ধোলাইখালে কবি কাজী নজরুল কলেজ শাখার ছাত্রদল নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।