ঢাকা: ‘প্রোগ্রেসিভ বাংলাদেশ’ এর সদ্য ঘোষিত কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্তিকে ষড়যন্ত্র মনে করছেন সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম নয়ন।
রোববার রাতে এক প্রতিবাদবার্তায় তিনি বলেন, আমি ভাইস-প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারিসহ ছাত্রদলের কয়েকটি কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছি।
প্রোগ্রেসিভ বাংলাদেশ সম্পর্কে কিছুই জানেন না দাবি করে তিনি বলেন, ওই কমিটিতে আমার নাম দেওয়া ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।
ভোলার চরফ্যাশন উপজেলার মহিউদ্দিন মিয়ার ছেলে নয়ন ঢাকা কলেজ ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫