যশোর: যশোরের মণিরামপুরে প্রতিপক্ষের গুলিতে আহত মনোয়ার হোসেন (৪০) মারা গেছেন।
রোববার (২৯ মার্চ) রাত ৯টা ৪০ মিটিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
যশোর জেনারেল হাসপাতাল মর্গের দায়িত্বে থাকা পুলিশ সদস্য রুহুল আমীন বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মণিরামপুরে কোন্দলের জের ধরে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন। এ সময় তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
** মণিরামপুরে আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ