খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সোমবার (৩০ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আবুল হোসেন (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে গুলি করে হত্যার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শেখ আহমেদ রাজু ব্যবসায়ী আবুল হোসেনকে গুলি করে হত্যার ঘটনার নিন্দা জানান।
তারা অবিলম্বে আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতার, তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, গোমতিসহ পার্বত্য জেলার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সেনাক্যাম্প স্থাপন এবং কম্বিং অপারেশনের মাধ্যমে সস্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।
এরা আগে, বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গার গুমতি এলাকায় সন্ত্রাসীরা কাঠ ব্যবসায়ী আবুল হোসেনকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে, শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বেপারী জানান, নিহতের মৃতদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে খাগড়াছড়িতে আনা হবে।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫