ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনএফ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিউল্লাহ চৌধুরী।
রোববার (২৯ মার্চ) ঢাকা দক্ষিণ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কাজী বশিরউদ্দিন মিলনায়তনে (মহানগর নাট্য মঞ্চ) মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
তার মনোনয়নপত্র গ্রহণ করেন আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ। এ সময় বিএনএফ’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শফিউল্লাহ বাংলানিউজকে বলেন, ‘মানুষ বড় দলগুলোর প্রতি বিরক্ত, তারা পরিবর্তন চায়। আশা করছি ৮০ ভাগ ভোটার উপস্থিতিসহ ভোট সুষ্ঠু হলে আমি বিজয়ী হবো। ’
আ’লীগ ও বিএনপির প্রার্থীদের সঙ্গে পরিবর্তন প্রসঙ্গে বিএনএফ প্রার্থী বলেন, ওদের অর্থ বেশি ও লোকবল বেশি। কিন্তু মানুষ নিরবে ভোট দেবে, তখন কেউ থাকবে না। মানুষ নগরীতে পরিবর্তন চায়।
বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫