সিলেট: দোকানপাট খোলা, রাস্তায় চলছে যানবাহন। সরকারি আধা-সরকারি অফিস-আদালত সবখানে চলছে স্বাভাবিক কার্যক্রম।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথমদিন সোমবার (৩০ মার্চ) এভাবেই অতিবাহিত হচ্ছে সিলেটে। হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সোমবার সকাল থেকে নগরীর ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণীবিতানগুলোও খোলা রেখেছেন ব্যবসায়ীরা। নগরী ও সিলেটের আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।
সিলেট থেকে আন্ত:জেলা বাস চলাচল করছে। তাছাড়া সিডিউল বিপর্যয় থাকলেও সিলেট রেলওয়ে স্টেশন থেকে আন্ত:নগর ট্রেনসহ সব ক’টি ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।
দুপুর পর্যন্ত হরতালে কোথাও পিকেটিংয়ের খবর পাননি বলেও জানান তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের ‘গুম’ হওয়া নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে এবং কারাগারে থাকা নেতাদের মুক্তির দাবিতে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার এ হরতাল আহ্বান করেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫