ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঘুরিয়ে-ফিরিয়ে সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
ঘুরিয়ে-ফিরিয়ে সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘুরিয়ে-ফিরিয়ে হলেও বিএনপি সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘গুম-খুন, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ গড়ার আহবান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ  মন্তব্য করেন।



ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এ আলোচনা সভাটির আয়োজন করে।

বিএনপির সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে শেখ শওকত হোসেন নীলু বলেন, এতো আন্দোলন, এতো মানুষ হত্যার পর ঘুরে ফিরে আপনি সেই কাজই করলেন। এতো হরতাল-অবরোধ দিলেন, পেট্রোল বোমা মেড়ে মানুষ পুড়িয়ে মারলেন, আর এখন আবার সিটি নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনার সন্ত্রাসী কার্যক্রমে সব আন্দোলন পণ্ড হয়ে গেছে।

তিনি বলেন, খালেদা জিয়া রাজনৈতিক কর্মসূচির নামে টানা ৮৫ দিন সহিংস হরতাল-অবরোধ দিয়ে দেশের অনেক ক্ষতি করেছেন। এতে দেশের অর্থনীতির প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।  

শওকত বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তৃতীয় শক্তি প্রয়োজন। আর তৃতীয় শক্তি হিসেবে আমরা (এনডিএফ) আছি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবায়দা কাদের চৌধুরী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, তৃণমূল ন্যাপের চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।