সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুর একটার দিকে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মকবুল আহসানের আদালতে হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
গত ৫ জানুয়ারি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা ও স্থানীয় সাংবাদিক মাহমুদুর রহমান তারেকসহ ৩০ জন আহত হয়। নাদের আহমেদ এ সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫