ঢাকা: উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী আনিসুল হককে ‘শিক্ষিত ব্যবসায়ী’ উল্লেখ করে তার প্রশংসা করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
বিভক্ত ঢাকা সিটি নির্বাচনে মহানগরের উত্তর অংশ থেকে আনিসুল হককে প্রার্থী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার(৩০মার্চ) দুপুরে প্রেসক্লাবে এক আলোচনায় সভায় প্রার্থী আনিসুল হককে মেয়র বানাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্যে অনেকে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সাবেক খাদ্যমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি।
সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মহানগরের দুই অংশের নির্বাচনে দুইজনকে সমর্থন করেছেন।
এর মধ্যে উত্তরে শিল্পপতি ব্যবসায়ী আনিসুল হককে সমর্থন দিয়েছেন। যদিও উনি (আনিসুল হক) সরাসরি আওয়ামী লীগ করেননি। তবে তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক।
আব্দুর রাজ্জাক বলেন, কোটি কোটি নয়, হাজার কোটি টাকার মালিক অনেক ব্যবসায়ী আছেন,যাদের মধ্যে অশিক্ষিত ব্যবসায়ী রয়েছেন। কিন্তু আনিসুল হক শিক্ষিত ব্যবসায়ী।
তিনি বিজিএইমইএ নেতৃত্ব দিয়েছেন। এফবিসিসিআই তে নেতৃত্ব দিয়েছেন। গার্মেন্টস শিল্পকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। এখন বর্হিবিশ্বে তৈরি পোশাকের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ থেকে রফতানি হয়। এ ক্ষেত্রে আনিসুল হকের অনেক অবদান রয়েছে।
গতকাল (রোববার) এক মতবিনিময় সভায় আনিসুল হকের সঙ্গে ছিলাম। সেখানে দেখলাম তার অল্প সময়ের বক্তব্যে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি।
ব্যবসার ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন। আশা করি তিনি জয়ী হয়ে ঢাকার নেতৃত্বেও সফল হবেন বলে উল্লেখ করেন আব্দুর রাজ্জাক।
বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত সবাইকে নিয়ে জয় বাংলা, জয় আনিসুল হক, জয় আনিসুল হক শ্লোগান উচ্চারণ করেন।
ড.আব্দুর রাজ্জাকের পর আলোচনা সভার সভাপতি ও ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সভাপতি মাকসুদুল আলম বলেন, আমাদের এলাকায় (ঢাকা সিটি উত্তর) ব্যবসায়ী আনিসুল হককে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
আমি গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করার সময় উনার (আনিসুল হক) সঙ্গে মেশার সুযোগ পেয়েছি। আগামীকাল (মঙ্গলবার) দুপুর সাড়ে বারোটায় তিনি আমাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। আপনারা (কৃষক লীগের নেতাকর্মীরা) হোটেল রেডিসনের সামনে আসবেন। উনি আমাদের ৩০০জনকে লাঞ্চ করাবেন। আপনারা থাকবেন।
অবশ্য এর আগে ড. আব্দুর রাজ্জাক ঢাকা সিটি দক্ষিণে অপর প্রার্থী সাঈদ খোকনকেও জয়ী করতে আহ্বান জানান। এসময় তিনি বলেন, তরুণ নেতা সাঈদ খোকনকে আমরা সমর্থন করেছি। যারা বাবা (মেয়র হানিফ) ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার সময় মানব প্রাচীর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছেন। সুতরাং যিনি প্রধানমন্ত্রীর জন্য জীবন বাজি রেখেছেন তার ছেলেকে জয়ী করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৬৬ ঘণ্টা, মার্চ ৩০,২০১৫