ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

চক্রান্ত বললেন ফজলুল আজিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
চক্রান্ত বললেন ফজলুল আজিম মোহাম্মদ ফজলুল আজিম

ঢাকা: প্রোগ্রেসিভ বাংলাদেশ এর খসড়া জাতীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম।

সোমবার এক ফ্যাক্সবার্তায় তিনি এই প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে তিনি বলেন, প্রোগ্রেসিভ বাংলাদেশ এর খসড়া তালিকায় আমার নামটি দেখে খুবই বিস্মিত ও হতবাক হয়েছি। কারণ, এ ধরনের কোন সংগঠনের কারও সাথে আমার পরিচয় নেই। আমার রাজনৈতিক শত্রুরা আমার নাম দিয়ে সমাজের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ  ধরনের ন্যক্কারজনক কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।