ঢাকা: আসন্ন ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তারা এ আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘২০ দলীয় জোট ও দেশবাসী আশা করে-আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। আর তা না হলে জাতির নিকট আবারো প্রমাণ হয়ে যাবে বর্তমান নির্বাচন কমিশন দন্তহীন বাঘ ছাড়া আর কিছুই নয়। ঢাকার দুই সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে সরকার দস্যুবৃত্তি অবলম্বন করলে এবং এ ব্যাপারে নির্বাচন কমিশন সহযোগিতা করলে জাতি কখনোই বর্তমান শাসকগোষ্ঠী ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না। ’
বিবৃতিতে বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের হদিস বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়,‘বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ অপহরণের আজ ২০ দিন অতিক্রান্ত হলো, অথচ এখনও পর্যন্ত তার কোনো হদিস সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী দিচ্ছে না।
সালাহ উদ্দিন আহমেদসহ গুমকৃত সকল বিরোধী নেতা-কর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দান, ২০ দলীয় জোটের কারান্তরীণ শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তি এবং মামলা হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে ২৮ এপ্রিল ২০১৫ অনুষ্ঠিতব্য তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সরকার সচেষ্ট হবে এবং গণদাবি মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে এটাই জাতির প্রত্যাশা। ’
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫