ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

দলের সিদ্ধান্ত পেলেই মাঠে নামবেন প্রার্থীরা

মান্নান মারুফ, সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
দলের সিদ্ধান্ত পেলেই মাঠে নামবেন প্রার্থীরা

ঢাকা: দলের সিদ্ধান্ত পেলেই আসন্ন সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা মাঠে নামবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

দলটির নেতাকর্মীরা বাংলানিউজকে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণে যেহেতু একাধিক প্রার্থী রয়েছেন তাই দলীয় প্রধানের সিদ্ধান্তের জন্যই সবাই অপেক্ষা করছেন।

তবে একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত। আর সেটা হলো, বিএনপির প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন শত নাগরিক কমিটির ব্যানারে।

সোমবার (৩০ মার্চ) বিএনপির প্রার্থী ও তাদের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে এমনই আভ‍াস পাওয়া গেছে।  

বাংলানিউজের সঙ্গে আলাপকালে তারা জানান, নির্বাচনী প্রচার-প্রচারণায় নামার আগে যেসকল প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে তাদের উচ্চ আদালত থেকে জামিন নিতে হবে। আগামী ১ এপ্রিল আদালত খুলবে। এর পরপরই তারা জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন।

তারা এও বলেন, সরকার আন্তরিক হলে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হবে। আর যদি মানুষকে নির্বাচনমুখী করে আবার ধরপাকড় শুরু করে তাহলে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হয়ে যাবে।

বিভিন্ন মামলার কারণে আত্মগোপনে রয়েছেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।  

তারা খুব শিগগিরই উচ্চ আদালত থেকে জামিন নেবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনরা।

তবে এ বিষয়ে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের সঙ্গে কথা হয় বাংলানিউজের।

তিনি বলেন, আমরা খুব শিগগিরই নির্বাচনী প্রচারে নামার চিন্তা করছি। তবে দলের একাধিক প্রার্থী রয়েছেন। চেয়ারপারসন নির্দেশনা দিলেই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মাঠে নামবো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ঘনিষ্টজনেরা বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। মামলাগুলোর জামিনের জন্য ১ এপ্রিল তারা উচ্চ আদালতে যাবেন।

তারা বলেন, সরকার নির্বাচনের ব্যাপারে আন্তরিক হলে অবশ্যই নেতার্কমীরা উচ্চ আদালত থেকে জামিন পাবেন। জামিন নিয়ে তারা স্বতস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন। আর সরকার যদি নির্বাচনে নামিয়ে আবারো ধরপাকড় শুরু করে তাহলে এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

ঢাকা মহানগর বিএনপির কারাবন্দি সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টুর ঘনিষ্ট সূত্রে জানা যায়, নেত্রীর নির্দেশনা পেলে মাঠে নামবেন তারা। পিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।

নির্বাচনের বিষয়ে মির্জা আব্বাসের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপি নেতাকর্মীদের জামিন দিলেই সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি জামিন না দেন এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

আব্দ‍ুস সালামের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে তার ঘনিষ্টজনরা জানান, দলীয় সিদ্ধান্ত পেলেই তারা মাঠে নামবেন। নির্বাচনের সকল প্রস্তুতি রয়েছে আমাদের।   সরকার আন্তরিক হলেই আমরা নির্বাচনের মাঠে নামবো।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মোট ৫ জন প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।

এর মধ্যে উত্তর সিটি করপোরশেন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। দক্ষিণে মনোনয়নপত্র জমা দিয়েছেন- ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, অর্থ সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও কারাবন্দি নাসির উদ্দিন আহমেদ পিন্টু।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।