খুলনা: জামায়াতের খুলনা জেলা দক্ষিণের সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে কয়রা থানা পুলিশ।
সোমবার (৩০ মার্চ) বেলা ২টায় কয়রা সদরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বিকেল ৫টা ৪১ মিনিটে বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদোহীতার অভিযোগে মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫