ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কাছে পরীক্ষার চেয়ে সিটি নির্বাচন বড়?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
খালেদার কাছে পরীক্ষার চেয়ে সিটি নির্বাচন বড়? ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এসএসসি পরীক্ষার সময় হরতাল প্রত্যাহার না করলেও সিটি নির্বাচন উপলক্ষ্যে হরতাল প্রত্যাহার করায় বিএনপির সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, খালেদা জিয়া জঙ্গিবাদদের আশ্রয় প্রশ্রয় দেয়ার জন্য হরতাল-অবরোধ চলমান রেখেছেন।

বিশ্ব ইজতেমা, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ঈদে মিলাদুন্নবী এমনকি ১৬ লাখ পরীক্ষার্থীর জন্যও হরতাল-অবরোধ বাদ দেননি। কিন্তু দু‘টি সিটি নির্বাচনের জন্য তা প্রত্যাহার করেছেন। এটা এক বিচিত্র ব্যাপার।

বিশ্ব কবিতা কংগ্রেস এবং বিশ্ব বাঙালি সম্মেলন আয়োজিত আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, তার মানে খালেদা জিয়ার কাছে কি ১৬ লাখ পরীক্ষার্থীর চেয়ে সিটি করপোরেশন নির্বাচন বড়? উনি একবার বলছেন অবৈধ সরকার। আবার এ অবৈধ সরকারের সঙ্গে সংলাপের জন্য হরতাল অবরোধ ডাকেন। এটা তার স্ববিরোধী আচরণ।

তিনি কবিদের উদ্দেশ্যে বলেন, বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে আখ্যা দেয়ার জন্য সংসদে আলোচনা হয়েছে। এ বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে। অচিরেই এটা সফল হবে।

সোমবার বিকালে ‘সন্ত্রাস জঙ্গি তৎপরতা প্রতিরোধে কবিতা হোক হাতিয়ার’ এ শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি মুহম্মদ আব্দুল খালেক। আলোচনার আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকের আগত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।