ঢাকা: এসএসসি পরীক্ষার সময় হরতাল প্রত্যাহার না করলেও সিটি নির্বাচন উপলক্ষ্যে হরতাল প্রত্যাহার করায় বিএনপির সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, খালেদা জিয়া জঙ্গিবাদদের আশ্রয় প্রশ্রয় দেয়ার জন্য হরতাল-অবরোধ চলমান রেখেছেন।
বিশ্ব কবিতা কংগ্রেস এবং বিশ্ব বাঙালি সম্মেলন আয়োজিত আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, তার মানে খালেদা জিয়ার কাছে কি ১৬ লাখ পরীক্ষার্থীর চেয়ে সিটি করপোরেশন নির্বাচন বড়? উনি একবার বলছেন অবৈধ সরকার। আবার এ অবৈধ সরকারের সঙ্গে সংলাপের জন্য হরতাল অবরোধ ডাকেন। এটা তার স্ববিরোধী আচরণ।
তিনি কবিদের উদ্দেশ্যে বলেন, বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে আখ্যা দেয়ার জন্য সংসদে আলোচনা হয়েছে। এ বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে। অচিরেই এটা সফল হবে।
সোমবার বিকালে ‘সন্ত্রাস জঙ্গি তৎপরতা প্রতিরোধে কবিতা হোক হাতিয়ার’ এ শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি মুহম্মদ আব্দুল খালেক। আলোচনার আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকের আগত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫