ঢাকা: ‘প্রোগ্রেসিভ বাংলাদেশ’ নামের সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান।
সোমবার (৩০ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান।
বিবৃতিতে বলা হয়, রোববার (২৯ মার্চ) গণমাধ্যমে “প্রোগ্রেসিভ বাংলাদেশ এর আত্মপ্রকাশ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদে দেখা যায়, সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। উক্ত তালিকায় দুর্ভাগ্যজনকভাবে আমার নামও উল্লেখ করা হয়েছে। এ জাতীয় কোনো সংগঠনের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই বিশেষ মহল কর্তৃক আমাকে এর সঙ্গে জড়িয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমি পরিস্কারভাবে বলতে চাই, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্রের প্রতিষ্ঠায় চলমান যে আপোষহীন সংগ্রামে দেশবাসী লিপ্ত আছে তাতে বিভেদ সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যেই এসকল অপপ্রচার করা হচ্ছে।
আমি সচেতন দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে দেশনেত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।
প্রযাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি আমার আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়া আমার নেত্রী এবং তারেক রহমান আমাদের আগামী দিনের বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির কাণ্ডারি।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
** প্রোগ্রেসিভ বাংলাদেশ এর আত্মপ্রকাশ, অনেক তথ্যই অজানা