ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আরও দেড় যুগ বেঁচে থাকবেন এরশাদ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
আরও দেড় যুগ বেঁচে থাকবেন এরশাদ! ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্লেন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় স্বামীর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আরও দেড় যুগ আয়ু কামনা করেছেন তার স্ত্রী রওশন এরাশাদ।

গত ২০ মার্চ ছিয়াশিতম জন্মদিন পালন করেন এরশাদ।



সোমবার (৩০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানে এরশাদের উপস্থিতিতে এই প্রার্থণা করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা।

জাতীয় ছাত্র সমাজের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতার শুরুতে রওশন এরশাদ বলেন, আজকে আমরা সৌভাগ্য অর্জন করেছি। প্রথমে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চেয়ারম্যান, মহাসচিব ও ব্যারিস্টার আনিস (আনিসুল ইসলাম মাহমুদ) প্লেনে করে সিঙ্গাপুর থেকে ফিরছিলেন। প্লেনে আরও পাঁচশ’র মত যাত্রী ছিল। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বাংলাদেশি তাদের পরিবারের কাছে মিলিত হয়েছে। আজ এখানে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি।

‘আমি প্রার্থণা করি, যেন ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের মাননীয় চেয়ারম্যান (এরশাদ) আমাদের মাঝে থাকেন। আল্লাহর কাছে সেই দোয়া-প্রার্থনা করছি। ইনশাআল্লাহ ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী তাকে নিয়ে উদযাপন করব। ’

স্বামীর দীর্ঘায়ু কামনা করে রওশন এরশাদের প্রার্থণামূলক বক্তৃতায় গ্যালারিতে থাকা ছাত্ররা হাত তালি দিয়ে স্লোগান দেন। জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সামজের কর্মীদের উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতা বলেন, রাজনীতি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা আছে। তোমাদের প্রথম কর্তব্য পড়ালেখা করা, এরপর সুস্থ রাজনীতি করা। দেশের জন্য কল্যাণ বয়ে আনে এমন চিন্তা-ধারা নিয়ে সুস্থ রাজনীতি করতে হবে।

বর্তমানের ছাত্র রাজনীতির সমালোচনা করে রওশন এরশাদ বলেন, এখন সুস্থ রাজনীতি নেই। সেই ধারা বদলে দিয়ে সুস্থ ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে হবে। এই দেশ আমাদের, এই দেশকে ভালবাসতে হবে, দেশ ও জনগণকে ভালবাসতে হবে, মনের ভেতর আবেগ সৃষ্টি করতে হবে; সেটা হলো দেশ ও জনগণের জন্য ভালবাসা, নইলে রাজনীতি করে কেউ সফলকাম হতে পারবে না।

বর্তমানে ছাত্র রাজনীতির নামে নেতিবাচক কর্মকাণ্ড চলছে অভিযোগ তুলে তার সাথে জাতীয় ছাত্র সমাজ জড়িত নয় বলেও দাবি করেন রওশন এরশাদ।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ও জ্ঞান আহরণ করে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ছাত্রদের পরামর্শ দিয়ে রওশন এরশাদ বলেন, তোমরা সুস্থ ধারার রাজনীতি চর্চা করে সুবাতাস বয়ে দেবে। জাতীয় পার্টির নাম যেন বাংলাদেশের বুকে থাকে।

জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ মো. ইফতেখার আহসান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় পার্টি ও ছাত্র সমাজের নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।