ঢাকা: আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ÿমতাসীন দল আওয়ামী লীগ।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে নেতা-কর্মীদের এ আহ্বান জানানো হয়।
দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতিমÐলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সমবায় সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ডিএসসিসির মেয়র প্রার্থী সাঈদ খোকন, শাহে আলম মুরাদ প্রমুখ।
বৈঠক শেষে এক নেতা বাংলানিউজকে জানান, সভায় ২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
একই সঙ্গে দু’এক দিনের মধ্যে তিন সিটির সবগুলো ওয়ার্ডে ÿমতাসীনদের একক প্রার্থী নিশ্চিত করা হবে। এর বাইরে কেউ গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে জানানো হয় বৈঠকে।
তিনি আরও জানান, ঢাকা উত্তরে সাতটি ও দক্ষিণে আটটি সংসদীয় আসন রয়েছে। এসব আসনের সংসদ সদস্যদের ৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় কাউন্সিলর পদে একক প্রার্থী নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া সিটির দুই অংশে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের জন্য দুটি টিম গঠন করা হয়েছে। উত্তরে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও একেএম রহমতউল্লাহ এবং দক্ষিণে এমএ আজিজ ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকন, উত্তরে আনিসুল হক ও চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিনকে আওয়ামী লীগের পÿ থেকে মেয়রপদে নির্বাচনের জন্য সমর্থন দেওয়া হয়। তিন সিটিতেই ÿমতাসীনদের মধ্যে প্রকাশ্য ক্ষোভ লক্ষ্য করা গেছে।
এজন্য দফায় দফায় নেতা-কর্মীদের দলীয় প্রর্থীর পক্ষে কাজ করার তাগিদ দিচ্ছে আওয়ামী লীগ।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫