ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ঠ্যাং ভেঙ্গে ঘরে বসে আছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
বিএনপি ঠ্যাং ভেঙ্গে ঘরে বসে আছে ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতাদের উদ্দেশে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আমরা ভালো খেলি বলেই আপনারা ঠ্যাং ভেঙ্গে ঘরে বসে আছেন। কোনো সন্ত্রাসীদের স্থান এ দেশে হবে না।

তাদেরকে ঝেটিয়ে বাংলার মাটি থেকে বিদায় করা হবে।

সোমবার (৩০ মার্চ) বিকালে মতিঝিলে সোনালী ব্যাংক ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের সমালোচনা করে শাজাহান খান বলেন, আপনি বলেছেন সিটি নির্বাচন সরকারের শেষ খেলা। আপনি ঠিকই বলেছেন। আমরা ভালো খেলি বলেই আপনারা ঠ্যাং ভেঙ্গে ঘরে বসে আছেন।

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো সন্ত্রাসীদের স্থান এ দেশে হবে না। তাদেরকে ঝেটিয়ে বাংলার মাটি থেকে বিদায় করা হবে।

‘বিএনপি মানুষ মারার দল’ মন্তব্য করে নৌ-মন্ত্রী বলেন, দলটির নেত্রী নাকি আপোসহীন! আমি বলি হ্যাঁ তিনি আপোসহীনভাবে শ্রমিকসহ শত শত মানুষ হত্যা করে যাচ্ছেন। তিনি একটা হৃদয়হীন মহিলা। তার মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজ পুত্রদের রক্ষা করা। তার গণতন্ত্র হলো পেট্রোল বোমা ও সন্ত্রাসের গণতন্ত্র।

ওই সভায় সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন ১৪ দফা দাবি তুলে ধরে। দাবি পূরণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রী ও ব্যাংকটির চেয়ারম্যানের কাছে স্বারকলিপিও পেশ করেছেন ইউনিয়নের নেতৃবৃন্দ।

জবাবে শাজাহান খান বলেন, দাবিগুলোর একটা কপি সম্বলিত দরখান্ত আমার হাতে দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আপনাদের দাবি পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

আয়োজক সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ড. এএইচএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, পরিচালক নজিবর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কল্যাণ ও পুনর্বাসন মহাসচিব মো. আলাউদ্দিন মিয়া, জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাসান খসরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, র্মাচ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।