ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনের ফিল্ড পর্যবেক্ষন করছেন খালেদা

সিনিয়র স্পেশাল করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
সিটি নির্বাচনের ফিল্ড পর্যবেক্ষন করছেন খালেদা ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে কিনা পর্যবেক্ষন করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের একথা জানান বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।



শওকত মাহমুদ বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলেই ২ এপ্রিল দলীয় প্রার্থীদের চূড়ান্ত করবেন তিনি।

এর আগে রাত ৮টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক এমএ আজিজ, ডিইউজে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলাম, কৃষিবিদ হাসান জাকিরহ ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।