ঢাকা: প্রোগ্রেসিভ বাংলাদেশ নামে নতুন এক সংগঠনের কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
সোমবার (৩০ মার্চ) রাতে পাঠানো এক ইমেইল বার্তায় তিনি এই প্রতিবাদ জানান।
বার্তায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, এই অদ্ভুত তালিকায় আমার নাম দেখে আমি হতবাক হয়েছি। এটা নেহায়েত একটি ষড়যন্ত্র। চলমান গণতান্ত্রিক সংগ্রামকে ভিন্ন পথে প্রবাহিত করার এক অপচেষ্টা ছাড়া কিছু নয়।
সাবেক এ এমপি বলেন, আমি খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল। আমি বিশ্বাস করি তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক ও ভোটাধিকারের সংগ্রাম অবশ্যই বিজয় অর্জন করবে। আমি দায়িত্বশীলতার সঙ্গে বিএনপিতে যুক্ত রয়েছি এবং আজীবন থাকব। এ ধরনের কোনো ষড়যন্ত্র বিএনপি থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না।
বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫