ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বুধবার সারাদেশে বিক্ষোভ, বৃহস্পতিবার হরতাল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
বুধবার সারাদেশে বিক্ষোভ, বৃহস্পতিবার হরতাল

ঢাকা: চলমান অবরোধের পাশাপাশি ১ এপ্রিল(বুধবার)সারাদেশে থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং বৃহস্পতিবার (২ এপ্রিল) বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

মঙ্গলবার (৩১ মার্চ’২০১৫) এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এ কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।

  

তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বৃহস্পতিবার ঘোষিত হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের গুমকৃত সকল বিরোধী নেতা-কর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দান, ২০ দলীয় জোটের কারান্তরীণ শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তি এবং গণগ্রেফতারসহ মামলা হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

অন্যান্য কর্মসূচি পরিবর্তিত হলেও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া কর্তৃক পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

একইভাবে গত ২ দিন ২০ দলীয় জোটের ডাকা হরতাল কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালন করায় খালেদা জিয়ার পক্ষ থেকে জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছাও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।