সাভার (ঢাকা): নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) স্টাইলে বিএনপি-জামায়াত গাড়িতে পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদী কর্মকাণ্ড নির্মূল করতে এদের কঠোর হাতে দমন করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সাভারের আমিনবাজারে মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। হরতাল অবরোধ এখনও চালু রেখে সারাদেশে শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি নষ্ট করছেন খালেদা জিয়া।
এসময় হরতাল অবরোধ প্রত্যাহার করে বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
হাজি দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম রাজীব, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অকিল খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার, মেনজিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫