ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরগঞ্জে যুবলীগের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
ঈশ্বরগঞ্জে যুবলীগের আনন্দ মিছিল

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার পৌর সদরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

   

মিছিলের নেতৃত্ব দেন নবগঠিত কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জুয়েল। এ সময় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।   

পরে এক সংক্ষিত সমাবেশে নবগঠিত কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি বলেন, যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন। আগামী দিনে এ কমিটি রাজপথে সরকারবিরোধী যে কোনো কর্মকাণ্ড প্রতিহত করতে প্রস্তুত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।