ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় অজিত দাস (৪৭) নামে আওয়ামী লীগের এক নেতাকে দিনে-দুপুরে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শহরের মেড্ডা মাছ বাজারের ভেতরে তাকে একা পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী উজ্জ্বলসহ তিন জন এলোপাতারি কুপিয়ে জখম করে।



গুরুতর আহত অবস্থায় অজিত দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি শহরের পূর্ব পাইকপাড়া এলাকার বাসিন্দা ও ৪নং  ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী, আহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়,  শহরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি পূর্ব মেড্ডা এলাকার বাসিন্দা উজ্জ্বল মিয়া তার দুই সহযোগীসহ দুপুরে প্রকাশ্যে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মেড্ডা বাজারে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় অজিত দাস বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। অতর্কিতে সন্ত্রাসীরা ওই দোকানে ঢুকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে অজিত দাসের কাঁধ, মাথা, কপাল, বাম চোখের উপরাংশ, দুই হাত, বাম হাতের দুইটি আঙুল ও দুই পাসহ সারা শরীরে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়ারা তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমকি চিকিৎসা শেষে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
এদিকে, এ ঘটনার পর পূর্ব পাইকপাড়া ও মেড্ডা এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা সদর হাসপাতাল এলাকায় উপস্থিত হয়ে জড়িতদের গ্রেফতারের দাবিতে মিছিল বের করে।

পরে স্থানীয় উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক নিতীশ রঞ্জন রায়ের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজিম উদ্দিন জানান, আহতের শরীরের বিভিন্ন অংশে একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) কামাল পাশা বাংলানিউজকে বলেন, উজ্জ্বলের নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে অজিত দাসের ওপর হামলার ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।