ঢাকা: দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামীপন্থি এজেন্টরাই প্রোগ্রেসিভ বাংলাদেশ নামক সংগঠটির জন্ম দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) সাবেক ভিপি আশরাফ উদ্দিন।
মঙ্গলবার এক ইমেইলে পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি এ অভিযোগ করেন।
বর্তমানে জাতিয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্বপালনকারী সাবেক এই ছাত্রনেতা বলেন, আমি জোর প্রতিবাদ ও নিন্দা জানাই আমার নাম ওই বানোয়াট খবরে যুক্ত করার। আওয়ামীপন্থি এজেন্টরাই এই ঘৃণ্য ষড়যন্ত্রে জড়িত। একটু খেয়াল করলেই দেখবেন যে ঘোষিত কমিটিতে কারো স্বাক্ষর নেই। তাই ওই বানোয়াট খবরটি বিশ্বাস করবেন না।
বিবৃতিতে তিনি বলেন, এই কমিটিতে আমার নাম দেখে আমি বিস্মিত, ক্ষুব্ধ। ওই কমিটি নিয়ে কারো সাথে আমার কোন আলাপ আলোচনা হয়নি বা আমার নাম ব্যবহার করার বিষয়ে কাউকে কোন প্রকার সম্মতি দেইনি। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫