ঢাকা: বিএনপির সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়াকে খালেদা জিয়ার সু-বুদ্ধির উদয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।
মঙ্গলবার (৩১ মার্চ) সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘স্বাধীনতা উৎসব-২০১৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ অনুষ্ঠানের আয়োজন করে সার্ক কালচারাল সোসাইটি।
শাজাহান খান বলেন, খালেদা জিয়ার সু-বুদ্ধির উদয় হয়েছে বলেই তার দল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। তবে আমার সন্দেহ হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ডের দোহাই দিয়ে শেষ পর্যন্ত তারা নির্বাচন থেকে সরে আবারও হরতাল অবরোধ কর্মসূচি দেয় কিনা।
মন্ত্রী বলেন, গত তিন মাসে হরতাল-অবরোধে ৩৬ জন ট্রাক-বাস চালক ও হেলপারকে পুড়িয়ে মারা হয়েছে। হরতাল-অবরোধকারীদের ধরে ডাণ্ডা মাইসিন (লাঠি দিয়ে আঘাত) ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে। তখন এভাবে জ্বালাও পোড়াও থাকবে না।
অনুষ্ঠানের প্রধান আলোচক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, রাজনৈতিক শক্তির মদদ ছাড়া জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান সম্ভব নয়। জনগণ বুঝে নেবেন কারা এদের মদদ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। পরিচালনা করেন সংগঠেনে সাধারণ সম্পাদক সুজন দে।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২০১৫