ঢাকা: বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ-হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতার ঢাকা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।
পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, পরিবহন, শিল্প-কারখানা ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ আয়োজন করা হয়।
ঢাকা বিভাগের সকল জেলা থেকে আসা কয়েক হাজার মুক্তিযোদ্ধা পেশাজীবীর এই সমাবেশে সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে যে অবরোধ-হরতাল করছেন তার একটাই উদ্দেশ্য-বাংলাদেশে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। পাকিস্তান ফিরিয়ে আনা। তিনি কখনই বাংলাদেশকে সমর্থন করেননি। ১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্যই তার এই কর্মকাণ্ড। খালেদা জিয়া সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চান।
তবে ভয়ের কোনো কারণ নেই মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযোদ্ধা জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ধুলিসাৎ করে দেয়া হবে।
সমাবেশে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, খালেদা জিয়া আসলে তত্ত্বাবধায়ক সরকার, আগাম নির্বাচন এর কিছুই চান না। এখন তিনি আর এসবের কথা বলেন না। তার সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই। তাহলে তিনি কিসের জন্য কি উদ্দেশ্যে মানুষ পুড়িয়ে মারছেন, ছেলে-মেয়ের পরীক্ষা নিতে দিতে চান না। লেখা পড়া বন্ধ করে দিয়েছেন। তার একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে পাকিস্তান বানানো, বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। তিনি বাংলাদশের পোড়া মাটি চান।
সৈয়দ আশরাফ আরও বলেন, খালেদা জিয়ার জীবনের একটাই দু:খ, তিনি পাকিস্তানকে রক্ষা করতে পারেননি। তার দাবি, তত্ত্বাবধায়ক সরকার না, তার উদ্দেশ্য সাধের পাকিস্তানকে আবার ফিরিয়ে নিয়ে আসা। এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। মুক্তিযোদ্ধা জনতা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে খালেদা জিয়া ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারবেন না। আমাদের ভয়ের কিছু নেই, বিচলিত হওয়ার কিছু নেই। আমাদের বঙ্গবন্ধুর লক্ষ লক্ষ সৈনিক আছে। আমাদের লক্ষ্য সোনার বাংলা গড়ে তোলা। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ধুলিসাৎ করে দেবো।
সমাবেশে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, খালেদা জিয়ার অবরোধ-হরতালে মানুষ সাড়া দেয়নি। রাজনৈতিকভাবে খালেদা জিয়া মৃত্যু শয্যায় আছেন, লাইফ সাপোর্টে রয়েছেন। আগামী ৫ এপ্রিল জাতীয় সংসদ ভবনের সামনে থেকে খালেদা জিয়ার ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে মু্ক্তিযোদ্ধা পেশাজীবীদের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন নৌপরিবহনমন্ত্রী।
সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হোক খালেদা জিয়া এটাই চান। তাই তিনি মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিকে সঙ্গে নিয়ে মানুষ পুড়িয়ে মারছেন।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল(অব.) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব ইমদাদুল হক মতিন, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আনোয়ার হোসেন, আসাদুল্লাহ, আমির হোসেন মোল্লা, জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫