ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

তালতলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চান খালেদা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
তালতলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চান খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বরগুনা জেলার তালতলা উপজেল‍ার চন্দনতল‍া গ্রামে সংখ্যালঘু পরিবারকে ‘উচ্ছেদ’ ও ‘নির্যাতন’ এর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাতে দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।



বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ওই ঘটনায় জাতীয়তাবাদী যুবদলের স্থানীয় কর্মীদের জড়িয়ে বানোয়াট খবর প্রকাশ হয়েছে। বিএনপিকে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে হেয় করতেই এটা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সঙ্গে ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাই।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।