ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী বাম নেতা ক্বাফীর সম্পদ আরেক বাম ঘরনার নেতা সাকির চেয়ে ১৯ গুণেরও বেশি।
নির্বাচন কমিশনে (ইসি) তাদের দাখিল করা হলফনামা থেকে দেখা গেছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল ক্বাফীর (রতন) ২ কোটি ৩৮ লাখ ৮১ হাজার ৬০২ টাকা মূল্যমানের সম্পদ রয়েছে।
অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকির মোট ১২ লাখ ৪৫ হাজার ৫০৪ টাকা মূল্যমানের সম্পদ রয়েছে। যা ক্বাফীর সম্পদের চেয়ে অন্তত ১৯ গুণ কম।
আবদুল্লাহ আল ক্বাফী (রতন)
হলফনামায় তিনি সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে উল্লেখ করেছেন। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞানে মাস্টার্স। অতীতে এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারী মামলা নেই।
হলফনামায় তিনি বাড়িভাড়া ও শেয়ার সঞ্চয় আর ব্যাংক আমানত থেকে বাৎসরিক আয় দেখিয়েছেন হিসেবে ৯ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তার ওপর নির্ভরশীলদের আয় দেখিয়েছেন ১০ লাখ ৩২ হাজার টাকা।
অস্থাবর সম্পদ হিসেবে ক্বাফীর নগদ আছে ৫৫ হাজার টাকা। ব্যাংকে জমাকৃত অর্থ ৩২ হাজার ৬৬৮ টাকা, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত রয়েছে ৭৮ লাখ টাকার। এছাড়া ১৪ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের একটি নোহা ব্রান্ডের মাইক্রোবাস, ১ লাখ ৪ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, ৮৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী, ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের আসবাব রয়েছে ক্বাফীর। অন্যদিকে জীবন বীমা, ভবিষ্যৎ তহবিল বা ঋণ প্রদানখাতে ৮২ লাখ ৮৮ হাজার ৯৪৩ টাকা দেখিয়েছেন তিনি।
ক্বাফীর স্ত্রীর নগদ ১৫ হাজার ও ব্যাংকে জমা আছে ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া তার ১৫ লাখ টাকার স্থায়ী আমানত, ইলেকট্রনিক সামগ্রী ৪০ হাজার ৭শ টাকার, ৭২ হাজার ১৫৮ টাকার আসবাবপত্র রয়েছে। আবার জীবন বিমা, ভবিষ্যৎ তহবিল ও ঋণপ্রদান বাবদ দেখানো হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৫৪০ টাকা।
স্থাবর সম্পত্তির মধ্যে যুব ইউনিয়নের এই সভাপতি নিজের নামে ৯৯ হাজার ৫৪৬ টাকা মূল্যের এবং স্ত্রীর নামে ৩ লাখ ৯২ হাজার ৫শ টাকা মূল্যের কৃষি জমি দেখিয়েছেন। এছাড়া তার নামে ৫৬ লাখ ৮৮ হাজার ৪৪৫ টাকা মূল্যের বাড়ী ও স্ত্রী নামে ২লাখ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের বাড়ি রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। আবদুল্লাহ আল ক্বাফীর কোনো দায়-দেনা নেই।
মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি
হলফনামায় তিনি নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএ পাশ। পেশায় একজন ব্যবসায়ী। কখনো তার বিরুদ্ধে কোনো ফৌজদারী মামলা ছিলনা এবং এখনো নেই। তার বাৎসরিক আয় ১০ লাখ ৮৯ হাজার ২৮০ টাকা।
অস্থাবর সম্পত্তি হিসেবে সাকির কাছে ৭৫ হাজার টাকা ও স্ত্রীর কাছে নগদ ১ লাখ টাকা নগদ রয়েছে। এছাড়া ব্যাংকে তার জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ ২০ হাজার ৫০৪ টাকা ও স্ত্রীর নামে আছে ৫৪ হাজার ৭৯০ টাকা। সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত রয়েছে নিজের নামে ১০ লাখ টাকা ও স্ত্রী নামে রয়েছে ২৫ লাখ টাকার। আবার নিজের নামে তিনি ৫০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী ও স্ত্রীর নামে ২ লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী, ২০ হাজার টাকার আসবাবপত্র এবং ১ লাখ টাকার স্বর্ণালংকার দেখিয়েছেন হলফনামায়।
স্থাবর সম্পত্তির হিসেবে সাকি স্ত্রীর নামে ৯৫ হাজার টাকা মূল্যের অকৃষি জমি, ৩ লাখ ৫২ হাজার টাকার মূল্যের দোকান ও ২৫ লাখ ১৬ হাজার ৩৮৪ টাকার মূল্যের বাড়ি রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। তার নিজের কোনো দায়-দেনা বা ব্যাংক ঋণ নেই।
আগামী ২৮ এপ্রিল ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১ ও ২ এপ্রিল হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৯ এপ্রিল। ১০ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৫