ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন

সঠিক ভূমিকা না রাখলে মানুষ ইসিকে ঘৃণা করবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
সঠিক ভূমিকা না রাখলে মানুষ ইসিকে ঘৃণা করবে ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিন সিটি নির্বাচনে সঠিক ভূমিকা পালন না করলে মানুষ নির্বাচন কমিশনকে (ইসি) ‘ঘৃণা’ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।



ড. এমাজউদ্দিন বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মানুষ অনেক সচেতন। এই নির্বাচনে যদি নির্বাচন কমিশন সঠিক ভূমিকা পালন না করে তাহলে মানুষ ঘৃণা করতে শুরু করবে।

‘নির্বাচনে কী ধরনের ভূমিকা কমিশন রাখছে সেটাই মানুষ দেখতে চায়। আশা করি সঠিক ভূমিকাই পালন করবে ইসি। ’

প্রার্থী চূড়ান্ত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা দলীয় বিষয়। বিএনপিই বিবেচনা করবে কাকে নির্বাচনে প্রার্থী করবে।

খালেদার সঙ্গে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন।  

তিনি বলেন, প্রত্যেক ভোটার যাতে নির্বিঘ্নে নির্বাচনে ভোট দিতে পারে এবং প্রার্থীরাও যাতে ভোটারদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পারেন-সে বিষয়টি নিশ্চিত করবে নির্বাচন কমিশন।

এর আগে রাত সোয়া ৮টার দিকে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শত নাগরিক কমিটির এক প্রতিনিধি খালেদার সঙ্গে দেখা করতে যান।

প্রতিনিধি দলে সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাবি অধ্যাপক  ড. মাহবুব উল্লাহ, প্রফেসর ইউসুফ হায়দার, প্রফেসর সুকুমার বড়ুয়া, প্রকৌশলী আ ন হ আকতার হোসাইন, স‍ুপ্রিম কোর্টের আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ‘নিখোঁজ’ বিএনপি নেতা সালেহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।