ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র নেওয়া অভিনেত্রী সারাহ বেগম কবরী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবুল অক্ষরজ্ঞান সম্পন্ন।
নির্বাচনে কমিশনে তাদের জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। তবে করবীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না থাকলেও বাহাউদ্দিনের নামে একটি মামলা ছিলো।
সারাহ বেগম কবরী:
হলফনামায় নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি অষ্টম শ্রেণী পাশ উল্লেখ করেছেন। পেশা অভিনয় এবং চলচ্চিত্র পরিচালনা। তার বিরুদ্ধে কখনো কোনো ফৌজদারি মামলা ছিল না এবং এখনো নেই।
কবরীর বছরে আয় ১৯ লাখ ৮০ হাজার ২৪৮ টাকা। এর মধ্যে বাড়ি ভাড়া থেকে আয় ২ লাখ ৪০ হাজার টাকা, ব্যবসা থেকে ৫ লাখ ৪২ হাজার ৪৪২ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে ২ লাখ ১ হাজার ৭৫০ টাকা আয় করেন কবরী। এছাড়া পেশা থেকে ৪ লাখ ২৯ হাজার টাকা ও অন্যান্য থেকে ৫ লাখ ৬৭ হাজার টাকা আয় দেখিয়েছেন তিনি।
অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ ২ লাখ টাকা, ব্যাংকে ৭২ লাখ ৪৪ হাজার ৩৫ টাকা, বৈদেশিক মুদ্রা (বাংলাদেশি টাকায়) ২৮ লাখ ৩৪ হাজার ৯৫১ টাকা রয়েছে। এছাড়া সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে বিনিয়োগ বাবদ ১৬ লাখ ৮৮ হাজার ৯৫৭ টাকা, ৩৫ লাখ টাকার জিপ গাড়ি, ১ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালংকার, অন্যান্য খাতে ২ লাখ টাকার সম্পদ রয়েছে।
অন্যদিকে স্থাবর সম্পত্তি হিসেবে গুলশান-২ এ তার ছয় তলা একটি বাড়ি রয়েছে। কবরীর কোনো দায়-দেনা বা ব্যাংক ঋণ নেই।
বাহাউদ্দিন আহমেদ (বাবুল):
জার্তীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্যও ডিসিসি উত্তর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলফনামায় নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্য হিসেবে অক্ষরজ্ঞান সম্পন্ন বলে উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। পেশায় তিনি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। বছরে তার বাড়ি ভাড়া থেকে ৫ লাখ ২৯ হাজার ২০০ টাকা এবং অন্যান্য থেকে ৮৫ হাজার ৮০০ টাকা আয় হয়।
অস্থাবর সম্পত্তি হিসেবে জাপার এই নেতা নগদ হিসেবে নিজের ১৭ লাখ এবং স্ত্রীর কাছে ১৭ লাখ টাকা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। এছাড়া তার নিজের ১ লাখ ৮০ হাজার টাকার মূল্যমানের অলংকার এবং স্ত্রীর ৩৫ ভরি সোনা এবং ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের অন্যান্য সামগ্রী রয়েছে।
স্থাবর সম্পত্তি হিসেবে একটি দ্বিতল ভবন, ২২ টি আধাপাকা গুদাম ও বাসগৃহ এবং উত্তরায় একটি ফ্ল্যাট রয়েছে তার। বাহাউদ্দিনের কোনো দায়-দেনা নেই।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫