ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ববি হাজ্জাজ শিক্ষক, মাহি বি চৌধুরী ঋণগ্রস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
ববি হাজ্জাজ শিক্ষক, মাহি বি চৌধুরী ঋণগ্রস্ত ববি হাজ্জাজ ও মাহি বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ পেশায় শিক্ষক। পাশাপাশি তার একটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।

অন্যদিকে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর ক্লিনিক ব্যবসা রয়েছে।
 
নির্বাচন কমিশনে তাদের জমা দেওয়া হলফনামা থেকে আরও জানা গেছে, ববি হাজ্জাজের কোনো দায়-দেনা না থাকলেও মাহি বি চৌধুরী ব্যাংকের কাছে ঋণগ্রস্ত।
 
ববি হাজ্জাজ:
আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের এই পুত্র নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে হলফনামায় এমবিএ ডিগ্রিধারী উল্লেখ করেছেন। পেশা হিসেবে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিজেকে দাবি করেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
 
তার বাৎসরিক আয় ৬ লাখ ২৭ হাজার ৫৭২ টাকা। এরমধ্যে শিক্ষকতা থেকে তিনি ৪ লাখ ১৪ হাজার টাকা আয় করেন।
 
অস্থাবর সম্পত্তি হিসেবে ববি হাজ্জাজ ৬০ হাজার টাকা নগদ দেখিয়েছেন। এছাড়া তার বৈদেশিক মুদ্রা রয়েছে ৫ হাজার ৯৮৯ ডলার ও ৫০ হাজার টাকার বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে। এছাড়া স্থাবর সম্পত্তি হিসেবে তার একটি ফ্লাট রয়েছে। তার কোনো ব্যাংকে ঋণ বা দায়-দেনা নেই।
 
মাহি বি চৌধুরী:
ঢাকার ‘তরুণদের পক্ষ’ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক বিকল্পধারার এই নেতা। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন। তার বিরুদ্ধে কখনো কোনো ফৌজদারি মামলা ছিল না। পেশা হিসেবে তিনি হলফনামায় ব্যবসা উল্লেখ করেছেন।
 
মাহি বি চৌধুরী কে সি মোমোরিয়াল ক্লিনিক ও এন্টারটেইন্টমেন্ট রিপাবলিক নামে একটি প্রোডাকশন হাউজের স্বত্তাধিকারী। বছরে তার ব্যবসা থেকে ৩ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা আয় হয়।
 
অস্থাবর সম্পদের মধ্যে তার কাছে নগদ ১ লাখ টাকা, ব্যাংকে ১ লাখ টাকা, ৫০ হাজার টাকার শেয়ার, ১৯ লাখ ৩০ হাজার টাকার মূল্যমানের নিশান জিপ ও ১ লাখ টাকার মূল্যমানের ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।
 
এছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে সাভারে ৩১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যমানের অকৃষি জমি রয়েছে। ব্যাংকে তার ২৮ লাখ ৮৫ হাজার টাকার ঋণ রয়েছে।
 
আগামী ২৮ এপ্রিল ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।