ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার (১ এপ্রিল) মনোনয়নপত্র বাছাইকালে বিডিআর হত্যাকাণ্ড মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কারণে পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ৩১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ পর্যন্ত ১২ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং কর্মকর্মার কার্যালয়ে বুধবার সকাল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫ আপডেট সময়: ১১৫৩ ঘণ্টা