ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে বুধবার (০১ এপ্রিল) বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।
বুধবার সকালে বিএনপি দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এস এম আব্দুল হালিম সিইসি’র সঙ্গে দেখা করতে বুধবার বিকেল সাড়ে ৩টায় সময় নিয়েছেন।
ওই সময় বিএনপির প্রতিনিধি দলও দেখা করতে আসবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫