ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মিন্টুর মনোনয়নপত্র বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
মিন্টুর মনোনয়নপত্র বাতিল আব্দুল আউয়াল মিন্টু

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুসহ দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (১ এপ্রিল) মনোনয়নপত্র বাছাইকালে মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তার সমর্থনকারী আব্দুর রাজ্জাক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য মেয়র প্রার্থী হচ্ছেন নাঈম হাসান।

মেয়র পদে জমা হওয়া মনোয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (০১ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব নাম ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার স্টাফ নাজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
 
সকাল ১১টা পর্যন্ত ঘোষণা করা বৈধ হওয়া মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী নেতা আনিসুল হক, জাতীয় পার্টি প্রেসিডেয়াম সদস্য বাহা উদ্দিন আহমেদ, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী এবং মিন্টুর ছেলে তাবিথ আওয়াল।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।