মেহেরপুর: মেহেরপুরের তিন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাতে পৃথক সময় তিন থানার পুলিশ এদের আটক করে।
এদের মধ্যে সদর উপজেলা থেকে আটজন গাংনী উপজেলা থেকে ছয় ও মুজিবনগর থেকে তিনজনকে আটক করা হয়।
মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ ও হরতালে নাশকতার আশঙ্কায় এসব কর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপির ১৬ জন ও জামায়াতের একজন রয়েছে। তাদের কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫