ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
বুধবার বিকেল তিনটার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ইসির প্রধান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ’র নেতৃত্বে প্রতিনিধি দলটি উপস্থিত হন।
এর আগে সিইসি’র একান্ত সচিব মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এস এম আব্দুল হালিম সিইসি’র সঙ্গে দেখা করতে বুধবার বিকেল সাড়ে ৩টায় সময় নিয়েছেন। ওই সময় বিএনপির প্রতিনিধি দলও দেখা করতে আসবেন বলে জানিয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫
** বিকেলে সিইসি’র সঙ্গে দেখা করবেন বিএনপি প্রতিনিধি দল