ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, আওয়ামী লীগের সমর্থন পাওয়া সাঈদ খোকনসহ ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)। বাতিল হয়েছে ৩ জনের প্রার্থিতা।
বুধবার( ০১ এপ্রিল’২০১৫) রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মিহির সরোয়ার মোর্শেদ এ তথ্য জানান।
মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন, মো. নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু, বাবুল সরদার চাখারি এবং রেজাউল করিম চৌধুরী।
মনোনয়নপত্র দাখিল করা ২৬জন মেয়র প্রার্থীর মধ্যে এই ৩জনের মনোনয়ন পত্র বাতিল হয়। বাকি ২৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে এ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫