খুলনা: নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সহ ‘নিঁখোজ’ নেতাকর্মীদের ফেরত, রাজনৈতিক নির্যাতন, গুম-খুন, ক্রসফায়ার, গণগ্রেফতার ও বন্দিদের মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ২০ দলীয় জোট।
এর আগে বুধবার (০১ এপ্রিল ) বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ২০ দলীয় জোট খুলনা মহানগর ও জেলা শাখা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
খুলনা মহানগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, বিএল কলেজের ছাত্রদলের সভাপতি ছাত্রনেতা কেএম রাতুল, ছাত্রনেতা কামরান হাসান, শ্রমিক দলের সেক্রেটারি মুজিবর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে মহানগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে দলীয় কর্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় ২০ দলের মহানগর ও জেলা শাখার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫