ময়মনসিংহ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ২০ দলীয় জোট।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে শহরের হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয় থেকে এ বিক্ষোভ বের করা হয়।
মিছিল নিয়ে শহরের নতুন বাজার পায়রা চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে ২০ দলের নেতা-কর্মীরা।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য খন্দকার নূরজাহান ইয়াসমিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, বিএনপি নেতা শাহ শিব্বির আহমেদ ভুলু, নজরুল ইসলাম ভূঁইয়া, একেএম মাহবুবুল আলম, রতন আকন্দ, শেখ আব্দুল আজিজ, আবু সাঈদ, খন্দকার মাসুদ, রফিকুল আলম শামীম, জামাল আহমেদ, শামসুল আলম উজ্জ্বল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫