ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে দেখা করে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানালো বিএনপি প্রতিনিধি দল। এছাড়া নয়াপল্টনের বন্ধ করে রাখা কেন্দ্রীয় কার্যালয় খুলে দেযা এবং বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পুলিশি হয়রানি না করারও আহ্বান জানায় প্রতিনিধি দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ এবং ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার বিকেলে শেরে বাংলা নগরের ইসি কার্যালয়ে উপস্থিত হন।
বৈঠক শেষে বেরিয়ে বিকেল পৌনে ৫টার দিকে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
এ সময় হান্নান শাহ বলেন, দলীয় কার্যালয় খুলে দেয়া, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পুলিশি হয়রানি না করা সহ আসন্ন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছি আমরা। সিইসি আমাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন।
এর আগে বিকেল তিনটার দিকে ইসির প্রধান কার্যালয়ে উপস্থিত হন বিএনপি প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫
** ইসিতে বিএনপি প্রতিনিধি দল